ফেনীতে যাত্রীকে মেরে ফেলায় ৮ বছর কারাদণ্ড

ফেনীতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এক অটোরিকশার যাত্রীকে মেরে ফেলার ঘটনায় আমজাদ হোসেন ওরফে রূপক নামে এক চালককে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইন এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন পলাতক। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেওয়াজপুর গ্রামের বাসিন্দা।সহকারী সরকারি কৌঁসুলি আবুল হোসেন জানান, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বেপরোয়াভাবে ইমা গাড়ি (মাইক্রোবাস আকৃতির দেশীয় গাড়ি) চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও তিনজন আহত হন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

ওই ঘটনায় ফেনীর মহিপাল হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাঈনুদ্দিন ভূঞা বাদী হয়ে ইমা গাড়ির চালক আমজাদ হোসেনকে আসামি করে মামলা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর