৬ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি সহ আটকৃতদের ৫ দিনের রিমান্ড

কুয়াকাটা সংলগ্ন দক্ষিন বঙ্গোপসাগরে কোষ্টগার্ডের অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ৩২৪ বস্তা ভারতীয় শাড়ী ও থ্রি-পিস সহ আটক সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের
১০ সদস্যের ৫দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মো: ইদ্রিস আলী মঙ্গলবার আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করার পর শুনানী শেষে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক এএইচএম ইমরানুর রহমানের আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৪ এপ্রিল বুধবার গভীর রাতে কুয়াকাটা সংলগ্ন দক্ষিন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এফ.বি. মুন্সিগঞ্জ নামের একটি বলগেট নৌযান থেকে  বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস সহ দেশের বিভিন্ন জেলার সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য সবুজ (৩৫) অজিয়র রহমান (৪০) মো. লিটন (৩৫) জাহিদুল ইসলাম (২৫) বেলাল মিয়া ( ৩০) আলী মিয়া (২৩) আরিফ হোসেন (২৮) শহিদ হোসেন (৩০) আলামিন (২৪) ও মন্টু মিয়া (৪০) কে আটক করে কোষ্ট গার্ড।

এরপর কোষ্টগার্ড নিজামপুর ষ্টেশনের পেটি অফিসার মো. ইউসুফ আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মহিপুর থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মো: ইদ্রিস আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর