সাকিবের বিকল্প কে?

ফাইনাল মানেই টাইগারদের জন্য এক ত্রাস। আর এর মাঝে সেই ফাইনাল খেলা নিয়ে শঙ্কায় আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড় ইনজুরিতে। চোটাক্রান্ত হওয়ার কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বেশ।

তবে টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে, সাকিবের জন্য ফাইনালের ঠিক আগ পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি কোনো কারণে তাকে মিস করা হয় তাহলে সাকিবের বিকল্পও হাতে আছে।

সাকিব প্রসঙ্গে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, সাকিব যদি না খেলে, তাহলে সেটা মোটেও ভালো সংবাদ নয়। আবার এটাও বলব, সাকিবকে ছাড়াও ম্যাচ জেতার সামর্থ্য আমাদের অবশ্যই আছে। এ কারণেই দলে সেরা ১৫ জনকে নেয়া।

বাংলাদে দলে সাকিবের গুরুত্ব প্রকাশ করে মাশরাফি বলেন, অধিনায়ক হিসেবে বলব না। সাকিব কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি না বললেও চলে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব কী, সবাই জানে। ওর বদলে যে আসবে সে পেশাদার এবং তারও সামর্থ্য আছে পারফর্ম করার।

একাদশে সাকিব না থাকলেও টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে। তার স্থলাভিষিক্ত হতে পারেন ক্ল্যাসিক্যাল ব্যাটসম্যান লিটন দাস, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া বোলিং শক্তি বাড়াতে আবু জায়েদ রাহী, রুবেল হোসেনের যে কাউকেই বেছে নিতে পারে টিম ম্যানেজম্যান্ট।

মাশরাফিসহ দেশের ক্রিকেটপ্রেমীদের সবারই প্রত্যাশা, ফিট হয়ে রুত্বপূর্ণ ম্যাচে খেলবেন সাকিব। তার জাদুকরী উপস্থিতি হয়ত এই ম্যাচে এনে দিতে পারে প্রথম চ্যাম্পিয়নশিপ, যা বিশ্বকাপের আগে কাজ করবে বড় টনিক হিসেবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর