পটুয়াখালীতে ২২ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদ

মিজানুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম ঈদ-ঊল-ফিতর পালিত হচ্ছে। জেলার বাউফল, কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও সদর উপজেলার ২২ টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ মঙ্গলবার আগাম পবিত্র ঈদ-ঊল-ফিতর পালন করেছেন।

মঙ্গলবার সকালে পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে আগাম ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত পরিচালনা করেন দরবারের খতিব মাওলানা শফিকুল ইসলাম গনি।

১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে একইদিনে তারা রোজা রাখেন এবং ঈদ-ঊল-ফিতর ও ঈদ-ঊল-আযহা পালন করে থাকেন।

স্থানীয়ভাবে ওইসব গ্রামবাসী চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর দরবার শরীফ এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত।

মাদকসেবী ও ব্যাবসায়ীদের ঈদ উপকরন বিতরন করেছে পটুয়াখালী জেলা পুলিশ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর