মালয়েশিয়াই প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন

আহমেদ কবির টিপু, মালয়েশিয়া: মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীরতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। স্থানীয় অধিবাসীদের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।

মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় (৫জুন) বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রাজধানী কুয়ালালামপুরের বাঙালী পাড়া খ্যাত বুকিতবিন্তাং বাংলা মসজিদে একই সময়ে প্রথম নামায অনুষ্ঠিত হয় । এ ছাড়া হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম ও কোতারায়া বাংলা মসজিদ, ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলূ, সেলায়েং পাছার পুচং, মালাক্কা, জোহরভারোতেও স্থানীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।

এদিকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মুহাম্মদ শহিদুল ইসলাম দেশটিতে বসবাসরত প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর