চাঁদাবাজির অভিযোগে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চাঁদাবাজির অভিযোগে উপ-পরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন আব্দুল হান্নান নামে একজন। এ মামলায় স্থানীয় লোকজনসহ মোট আসামি ১২ জন।

রবিবার দুপুরে মেহেরপুর জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়াকে নির্দেশনা দেয়। তবে মামলার বাদী একজন চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

দুপুরে মেহেরপুর আদালতে এ মামলার শুনানি শেষে আদেশ দেন জেষ্ঠ্য বিচারিক হাকিম শাহীন রেজা।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- এসআই মকবুল হোসেন, এনামুল হক, মোস্তাক আহম্মেদ, পুলিশ সদস্য গোপাল চন্দ্র, পান্না শিকদার। এছাড়া করমদি গ্রামের মাগরিব, শরিফুল, শাহারুল, টিপু, আবেদ, স্বপ্না, আনার মেকার।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল মতিন জানান, ‘মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।’

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, ‘আব্দুল হান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় তিনটি মাদক মামলা রয়েছে। সে আজ আদালতে মামলা করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর