৪০ টাকার জন্য ৬৫ বছরের বৃদ্ধকে খুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে পাওনা টাকা চাওয়ায় শহিদ উল্যা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। সোমবার দুপুর ১২টায় আদমপুর ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন কাউওয়ারগলা গ্রামে ঘটনাটি ঘটে। কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কমলগঞ্জ মামলা দায়ের প্রস্তুুতি চলছে।

জানা যায়, আদমপুর ইউনিয়নের ফরিষ্ট অফিস সংলগ্ন কাউয়ারগলা গ্রামের শহিদ উল্যা (৬৫) একই গ্রামের প্রতিবেশী জমির উদ্দীনের ছেলে করিম মিয়ার কাছে কিছু টাকা পেতেন। সোমবার সকালে করিম মিয়ার কাছে ৪০ টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী করিম মিয়া ও আমির উদ্দিন মিলে বৃদ্ধকে মারধর করে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত বৃদ্ধকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডা: আজিজুর রহমান মৃত ঘোষণা করেন।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। খবর পেয়ে সোমবার দুপুরে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় নিহতের ছেলে আব্দুল মতিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর