ওয়েস্ট ইন্ডিজের ‘ব্যাটারিতে চার্জ’ ছিলো না!

ম্যাচটাকে দেখা হচ্ছিল দুই দলের মারমুখি লড়াই।অর্থাৎ ফুলচার্জ নিয়েই মাঠে নামছে দুই দল।ময়দানী লড়াই শুরুর আগে ধারণা করা হয়েছিলো আজ বড় স্কোর হবে বিশ্বকাপে।কারণ দুই দলেই রয়েছে বিধ্বংসী ব্যাটসম্যানরা।তবে মাঠের লড়াইয়ে আর তা হলো কই!ক্যারিবীয়নদের ব্যাটিং দেখে মনে হচ্ছে তাদের ব্যাটারির চার্জ মাঠে নামার আগেই শেষ!

প্রথমে ব্যাটিং করতে নেমে হতাশই করেছেন ক্যারিবীয়ান ব্যাটসম্যানরা।টি-টোয়েন্টির রাজারা শুরুর ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।পাঠক আপনি ভুল কিছু দেখছেন না।হ্যাঁ, এটাই টি-টোয়েন্টির রাজাদের অবস্থা।এরপর তরুণ হেটমায়ার এবং পুরানের ৯৯ রানের জুটির সুবাধে উইন্ডিজের স্কোরটা লম্বা হয়।শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২১২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। অধিনায়ককে হতাশ করেননি ইংলিশ পেসাররা। শুরু থেকেই গতি আর নিয়ন্ত্রণ দিয়ে কাঁপিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের। প্রথম ওভারেই ক্রিস গেইলকে দারুণ দুটি ডেলিভারিতে পরাস্ত করেছেন ক্রিস ওকস। দারুণ শুরুর পুরস্কারটাও হাতেনাতে পেয়েছেন ওকস। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে দুর্দান্ত এক ইয়র্কারে উপড়ে ফেলেছেন এভিন লুইসের স্টাম্প। দারুণ প্রাণবন্ত ৫ ওভারের প্রথম স্পেলে দুটি মেডেন দিয়ে ১৬ রান দিয়ে লুইসের উইকেটটি তুলেছেন ওকস।

জন্মভূমির বিপক্ষে খেলা বলে আলাদা নজর ছিল জফরা আর্চারের ওপর। আরও একবার ঝোড়ো গতির বোলিংয়ে আর্চার যেন ওয়েস্ট ইন্ডিজের আফসোসটাই বাড়িয়েছেন কেবল। গেইলের হাতে বেশ কয়েকটি বাউন্ডারি খেয়েছেন বটে, তবে অতিরিক্ত বাউন্স আর গতি দিয়ে নিজের জাতটা আরও একবার ঠিকই চিনিয়েছেন এই বার্বাডিয়ান।নিজের অষ্টম ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনা দেখা দিয়েছিলো আর্চারের।৬৩ রান করা পুরানকে ফেরানোর পরের বলে কাটা পড়েন কটরেল।এরপর আশা জাগে আর্চারের হ্যাটিট্রিকের।তবে তা সামাল দেন থমাস।

সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের আরেক ভরসা হয়ে ওঠা শাই হোপ আজ রীতিমত হাঁসফাঁস করেছেন ইংলিশ পেসারদের গতির সামনে। বাউন্ডারি তো দূরের কথা, স্ট্রাইকই বদলাতে পারছিলেন না। একের পর এক ডট দিয়ে নিজের ওপরেই চাপ বাড়িয়েছেন। শেষ পর্যন্ত ৩০ বলে ১১ করে ফিরেছেন হোপ, রিভিউ নিয়ে তাকে ফিরিয়েছেন মার্ক উড।

শেষ পর্যন্তদ নির্ধারিত ৫০ ওভারও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৪ ওভার ৪ বল খেলে থেমে যায় ক্যারিবীয়ানদের ইনিংস।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর