ছাড়িয়ে গেলেন সাকিবকে

স্পোর্টস রিপোর্টার : জো রুটের অনবদ্য সেঞ্চুরি। বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের এ অলরাউন্ডার। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটনে ওশান থমাসের বলে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ৯৩ বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রুট। ওয়ানডে ক্রিকেটে এটা তার ১৬তম সেঞ্চুরি। তবে এর আগে টেস্টেও ১৬টি সেঞ্চুরি করেছেন ইংলিশ এ তারকা ব্যাটসম্যান।

এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০৪ বলে ১০৭ রান করেছিলেন রুট। এর আগে গত বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছেন তিনি।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে জনি বেয়ারস্টোর সঙ্গে উড়ন্ত সূচনা করেন রুট। উদ্বোধনী জুটিতে ১৪.৪ ওভারে স্কোরবোর্ডে যোগ করেন ৯৫ রান।

ব্যক্তিগক ৪৫ রানে জনি বেয়ারস্টো আউট হলেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান রুট। ৫০ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরির জন্য একের পর এক বাউন্ডারি হাঁকান তিনি। দ্বিতীয় উইকেটে ক্রিস ওকসের সঙ্গে গড়েন ১০৪ রানের জুটি। তাদের এই জুটিতেই জয়ের দুয়ারে চলে যায় ইংল্যান্ড।

দুর্দান্ত সেঞ্চুরিতে সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ রানের তালিকায় নিজের নাম লেখান রুট । ৪ ম্যাচ শেষে রুটের সংগ্রহ ২৭৯ রান, সাকিবের সংগ্রহ ২৬০ রান । শ্রীলংকা – বাংলাদেশের ম্যাচ পরিত্যাক্ত না হলে হয়তো সাকিব ই সেরা থাকতেন ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর