ঠাকুরগাঁওয়ের রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ!

সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া-জামালপুর এলাকার বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া-জামালপুর ব্যস্ততম রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছে ওই এলাকার বাসিন্দরা।কিন্তু রাস্তাটি সংস্কার না হওয়ায় বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে তারা। শুক্রবার (১৪ জুন) বিকালে এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপন করে।

স্থানীয়রা জানায়, একটু বৃষ্টি হলেই পানি জমে যায় পটুয়া-জামালপুরের এ রাস্তায়। সৃষ্টি হয় বড় বড় গর্তের। এতে চলাচলের সমস্যা হয়। এ রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে কাজ না হওয়ায় শুক্রবার ওই রাস্তায় ধানের চারা রোপণ করে সমস্যার কথা জানান সাধারণ মানুষ আর স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

ঠাকুরগাঁও উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার বলেন, রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর