খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রশিক্ষন শেষে সনদ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায়” তিন দিনব্যাপী টেলিভিশন সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য মন্ত্রনালয়ের আয়োজনে শনিবার বিকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।


জাতীয় গনমাধ্যম ইনিস্টিটিউটের প্রোগ্রামার মো: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় অতিথি ছিলেন দৈনিক অরণ্যবার্তা পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল প্রমূখ।


প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, বর্তমান সরকারের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক কার্যক্রমের মাধ্যমে আগামী ২০৪১ সালের বাংলাদেশকে উন্নত রাষ্ট প্রতিষ্ঠিত করবো। উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য শিশু ও নারী উন্নয়নে সকলকে কাজ করতে হবে।
আলোচনায় সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর