শেরপুরে একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী আটক

রাশেদুল হক, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় ১৬ জুন রোববার রাতে ধুনটমোড় এলাকা থেকে একাধিক মাদকদ্রব্য মামলার আসামী আসাদুল ইসলাম কে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে ৬ মামলার আসামী আসাদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এরই প্রেক্ষিতে ১৬ জুন রোববার রাতে শহরের ধুনটমোড় এলাকায় মাদক বিক্রি করার খবর পেয়ে শেরপুর থানার এএসআই মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ১১ পিছ ইয়াবা ও ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃত আসাদুলের বিরুদ্ধে পূর্বে ১৯(১) এর ১ (ক) ধারায় ৫ টি ও ২৬ ধারায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ছিল। সে বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে এসে পুনরায় মাদ্রক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১১ পিছ ইয়াবা ও ১’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে মাদ্রকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর