রিকশা কিনে না দেয়ায় নিজের শরীরে আগুন দিল জাকির

রিকশা কিনে না দেয়ায় নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বরগুনার এক যুবক। গুরুতর দগ্ধাবস্থায় তাকে পাথরঘাটা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল সাড়ে আটটার দিকে বরগুনার পাথরঘাটার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ওই যুবকের নাম জাকির হোসেন (১৪)। সে স্টেডিয়াম এলাকার শামসুল হক মাঝির ছেলে।

আহতের বড় ভাই ইমাম জানান, জাকির নিজে উপার্জন করার জন্য বেশ কিছুদিন ধরে আমাদের সহযোগিতা চাচ্ছিলো। তাকে যেন আমরা একটি রিকশা কিনে দেই। কিন্তু সে হৃদরোগে আক্রান্ত থাকায় আমরা চাচ্ছিলাম একটি দোকান করে দিতে। এতে তার কম-বেশি উপার্জন হতো। অন্যদিকে তার লেখাপড়াও ঠিকভাবে চলতো।

কিন্তু জাকিরের দোকান দেয়ায় মন ছিল না। সে রিকশা চালাবে, এটাই স্থির করেছিল। কিন্তু আমরা রিকশা কিনে না দেয়ায় সে তার শরীরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা হাসপাতালের চিকিৎসক নিতাই কুমার ঘোষ জানান, জাকিরের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের পঞ্চাশ ভাগ পুড়ে গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর