‘তিনযুগ’ পর মুখোমুখি উইন্ডিজ-ভারত

শিরোনাম দেখে হয়ত ক্রিকেটপ্রমীর অবাকই হয়েছেন? হয়ত বলবেন, এই কবে দেখলাম ভারতের মাটিতে গিয়ে খেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।হ্যা, আপনার ভাবনা শতভাগ সঠিক।তবে বিশ্বকাপের আসরে ঠিক তিন যুগ অর্থাৎ ৩৬ বছর পর মুখোমখি হচ্ছে ভারত-উইন্ডিজ।

সবশেষে ১৯৮৩ সালে দেখা হয়েছিলো দুই দলের।ই বিশ্বকাপের ফাইনালে ক্লাইভ লয়েডের দলকে ৪৩ রানে হারিয়েছিল তৎকালীন অধিনায়ক কপিল দেবের ভারত।

বিশ্বকাপের মঞ্চে সেই হারের স্মৃতি নিয়ে বৃহস্পতিবার (২৭ জুন) কোহলির বিপক্ষে মাঠে নামছে হোল্ডার।তবে ৮৩’র বিশ্বকাপে যে ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল তার চেয়ে ঢের পার্থক্য বর্তমান দলটির। সেবার অন্যতম ফেভারিট দল হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল লয়েড, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শালদের দল।

কালের পরিক্রমায় অবশ্য অনেকটাই পাল্টে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হালচাল। এবারের টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে খেলতে নামা ক্যারিবিয়ানরা বর্তমানে রয়েছে অনেকটাই নাজুক অবস্থায়।

৬ ম্যাচে মাত্র একটিতে জয় নিয়ে সাত নম্বরে আছে তারা। ফলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে হারাতে হবে তাদের। কিন্তু সেই কাজটি যে কতটা কঠিন সেটি ভালোই উপলব্ধি করছে হোল্ডার বাহিনী। কারণ বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজেয় দল ভারত। ৫ ম্যাচের ৪টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। আর একটি ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে।

তাই বিরাট কোহলিদের দলকে হারাতে তিন বিভাগেই ভালো খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু বাঁচা মরার এই ম্যাচের আগে ইনজুরি ভাবাচ্ছে ক্যারিবিয়ানদের। এরই মধ্যে বাঁ হাঁটুতে চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন দলের সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

ওপেনার এভিন লুইসকে নিয়েও রয়েছে শঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর ওপেনিংয়ের বদলে ৮ নম্বরে ব্যাটিং করেন তিনি। তাঁর পরিবর্তে আজ ওপেন করতে পারেন সুনীল অ্যামব্রিস। এছাড়াও শ্যানন গ্যাব্রিয়েলের পরিবর্তে খেলতে পারেন কেমার রোচ।

একাদশে পরিবর্তন আনতে পারে ভারতও। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বদলী হিসেবে খেলতে পারেন যুবেন্দ্র চাহাল। তবে নেটে বোলিং অনুশীলন করলেও পেসার ভুবনেশ্বর কুমারকে বিশ্রামে রাখবে টিম ম্যানেজমেন্ট।

ভারতের সম্ভাব্য একাদশঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল/ রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশঃ
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস/ সুনীল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কর্টরেল, ওশানে থমাস।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর