বাদ পড়া ক্রিকেটার বিশ্বকাপে গড়লেন ‘বিরল’ রেকর্ড

শুরুতে ছিলেন না বিশ্বকাপের স্কোয়াডে।শেষ মুহুর্তে সাবেকদের পরামর্শে তাকে দলে নেয় পাক ক্রিকেট বোর্ড।অন্যদিকে তার এটা প্রথম বিশ্বকাপে খেলা। আর প্রথম বিশ্বকাপেই বাজিমাত করেন।বলছি পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।

চলমান বিশ্বকাপে আমিরের করা ৩২৩ বল পর্যন্ত তাকে কেউ ছক্কা হাঁকাতে পারেননি। ৩২৪ বলে এসে তাকে প্রথম ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যান। যা বিশ্বের যে কোনো বোলারের জন্য সবচেয়ে বেশি বল পর্যন্ত ব্যাটসম্যানদের ছক্কা হাঁকাতে না দেয়ার রেকর্ড ।

দ্বাদশ বিশ্বকাপে ২৮২ বল পর্যন্ত ব্যাটসম্যানদের ছক্কা হাঁকাতে দেননি দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা বোলার ইমরান তাহির। আমিরের পরেই ইমরান তাহিরই বেশি সময় ধরে ছক্কা খাননি।

অভিষেক বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের এ পেসার। উইকেট শিকারের দিক দিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর