যশোর বেনাপোল পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি: যশোর বেনাপোলে সারাদেশের ন্যায় বেনাপোল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরকারের কোষাাগার থেকে বেতন ভাতা,পেনশন সুযোগ সুবিধা পাওয়ার জন্য পুর্ন দিবস কর্মবিরতি পালন করেছে।

(সোমবার ০১ই জুলাই) বেলা ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পৌরসভার সামানে এ অবস্থান ধর্মঘট পালিত হয়।বেনাপোল পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে পৌরসভার সকল কর্মকর্তা -কর্মচারী উপস্থিত হয়ে বিভিন্ন বক্তব্য ও বেতন ভাতা পাওয়ার জন্য শ্লোগান দেন।

বেনাপোল পৌরসভা ও যশোর জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃআব্দুল্লাহ আল মাসুম(রনি)বলেন,আমরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা যোগাযোগ ব্যবস্থা,সুপেয় পানি সরবরাহ,রাস্তাঘাট আলোকিত করন,বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ উন্নয়ন,প্রাথমিক স্বাস্থ্য সেবা,চিত্ত বিনোদন,খেলাধুলা জনশৃংখলা রক্ষাসহ জনগুরুত্বপুর্ন পরিসেবা গুলো জনগনের চাহিদা অনুযায়ী নিরবিচ্ছন্ন তদারকি ও ব্যবস্থাপনায় টেকসই ভাবে প্রদান করার লক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছি।

তিনি আরো বলেন,৩২৭ টি পৌরসভার প্রায় নিয়মিত ১৫ হাজার কর্মকর্তা কর্মচারী যাদের অধিকাংশ ২ থেকে ১৮ মাস পর্যান্ত বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।সরকার যদি তাদের দাবি দাওয়া না মেনে নেয় তাহলে সারাদেশের ন্যায় বেনাপোল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বৃহত্তর কর্মসুচি দিতে বাধ্য হবে।তিনি আরো বলেন,আমরা আগামীকাল মঙ্গলবার যশোর প্রেসক্লাবের সামনে আমাদের অবস্থান ধর্মঘট কর্মসুচি পালন করব।এসময় আরো বক্তব্য রাখেন বেনাপোল পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক রিওন,সদস্য মফিজুর রহমান, হাফিজুর রহমান,রাশিদা খাতুন প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর