মেসিকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল সংবাদ মাধ্যম ‘মার্কা’

চলছে কোপা আমেরিকার লড়াই।দলের প্রাণ ভোমরা নিজেকে ভালো ভাবে প্রশাণ করতে পারেননি। যা হোক হারতে হারতে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ঠিক এমনি মুহুর্তে বিতর্ক দলের মধ্যমণিকে নিয়ে।

নিজ দেশের জাতীয় সংগীত গাইতে পারেন না লিওনেল মেসি। এমনটাই দাবি করছেন আর্জেন্টিনার সংবাদমাধ্যম মার্কা। আর্জেন্টিনার ম্যাসকট টমাস চ্যাভেজকে উদ্ধৃত করে মেসির বিরুদ্ধে এই দাবি করেছে সংবাদমাধ্যমটি।

চলমান কোপা আমেরিকায় গত সপ্তাহে কাতারের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচে তারকা প্লেয়ারের ম্যাসকট হওয়ার সুযোগ হয়েছিল কিশোর টমাসের। মেসির সঙ্গেই জাতীয় সংগীত গাওয়ার লাইনে দাঁড়িয়েছিল সে।

গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মেসির সঙ্গে লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতা জানাচ্ছিল টমাস। তখনই ওই কিশোর জানায়, ‘মেসি জাতীয় সংগীত গান না। তিনি গুণগুণ করেন।’

এই তথ্য প্রকাশ্যে আসার পরপরই হইচই শুরু হয়েছে। তবে মেসিকে আদর্শ জানিয়ে টমাস আরও বলেন, ‘ও (মেসি) দুর্দান্ত।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর