নতুন ঠিকানায় বুফ্ফন

পিএসজিতে এক বছর খেলে নতুণ ঠিকানায় ইতালিয়ান গোলরক্ষক জানলুইজি বুফ্ফন। প্রিয় ক্লাব জুভেন্টাসে ফিরে এলেন তিনি।

সেরি আর সফলতম ক্লাবটিতে দীর্ঘ ১৭ বছর কাটিয়ে গত বছরের জুলাইয়ে এক বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন বুফ্ফন। প্যারিসের ক্লাবটির হয়ে গত মৌসুমে জিতেন লিগ ওয়ান শিরোপা। পরে গত ৫ জুন পিএসজি ছাড়ার ঘোষণা দেন ইতালির বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। তুরিনের দলটির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন ৪১ বছর বয়সী বুফ্ফন।

জুভেন্টাসের হয়ে ৬৫৬টি ম্যাচ খেলে নয়বার সেরি আসহ অনেক শিরোপা জিতেন তিনি। সেরি আয় আর মাত্র আটটি ম্যাচ খেললেই এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনিকে টপকে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন বুফ্ফন।

রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে ইতালি ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন দেশটির হয়ে সবচেয়ে বেশি ১৭৬টি ম্যাচ খেলা বুফ্ফন। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

বুফ্ফনের ক্যারিয়ারে একমাত্র অধরা শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৩, ২০১৪ ও ২০১৭ সালে প্রতিযোগিতাটির ফাইনাল খেললেও শিরোপাটি জেতা হয়নি তার।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর