লর্ডসে তৃতীয় বাংলাদেশি যে রেকর্ড গড়লেন মোস্তাফিজ

লর্ডস নামটা শুনলে একটু অন্যরকম লাগে।আর কেনই বা লাগবে না। এটা তো ক্রিকেটের মক্কা।তাই দিন শেষে প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে এই তীর্থস্থানে খেলার।এর পেছনে শুধু খেলা নয়, এই মাঠে কীর্তিগড়া ক্রিকেটারদের নাম লিখে রাখার ব্যবস্থাও করেছে। যাকে বলা হয়ে থাকে লর্ডস অনার্স বোর্ড। এই বোর্ডেই শুক্রবার (০৫ জুলাই) নাম লেখালেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৭৫ রানের খরচায় পাঁচটি উইকেট নিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেন মোস্তাফিজ। কাটার মাস্টারের আগে আরো দুই বাংলাদেশি এই মাঠে নিজেদের নাম লিখিয়েছেন।

২০১০ সালের ২৮ মে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখিয়েছিলেন পেসার শাহাদাত হোসেন রাজীব।

এর ঠিক দু’দিন পর একই ম্যাচে শতক হাঁকিয়ে অনার্স বোর্ডে নিজের নাম লেখান দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর