নকল ড্রাগ লাইসেন্স সরবরাহ : একজনের কারাদন্ড

নোয়াখালীতে নকল ড্রাগ লাইসেন্স তৈরী করে তা সরবরাহ করার অভিযোগে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম বাহার উদ্দিন (৪৬)। তিনি জেলার হাতিয়া উপজেলার চরকিং গ্রামের মৃত হানিফের ছেলে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের মাইজদীর টোকিও ফুডের ভিতরে ছদ্মবেশে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামান খান রুকনের নেতৃত্বে একটি দল। এসময় অভিযুক্ত বাহার উদ্দিনের সাথে আবেদনকারী ব্যক্তির ড্রাগ লাইসেন্স সরবরাহ বাবদ ৩০ হাজার টাকা চুক্তি হয়৷ এসময় ভ্রাম্যমান আদালত বাহার উদ্দিনকে আটক করলে সে তার অপরাধ স্বীকার করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামান খান বাহার উদ্দিনকে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর