জাল ভোট দিতে এসে স্কুলছাত্র ধরা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আফজাল নামে এক স্কুলছাত্র আটক হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র৷ তার দাবি এক প্রার্থীর লোকদের কথামতো অর্থের বিনিময়ে জাল ভোট দিতে এসেছে সে।

রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে৷

এদিকে ওই ভোটকেন্দ্রটির একটি কক্ষে গণমাধ্যমকর্মীরা প্রবেশ করলে দেখতে পান এক কিশোর ভোট দেয়ার উদ্দেশ্যে ব্যালট পেপার হাতে নিয়েছে৷ পরে সে ভোটার কিনা জিজ্ঞেস করলে কোনো কথা বলেনি৷

তবে জাল ভোট দিতে কে পাঠিয়েছে জিজ্ঞেস করলে আফজাল জানায়, জুয়েল নামে একজন তাকে পাঠিয়েছে জাল ভোট দিতে৷ কিছু অর্থের বিনিময়ে জাল ভোট দিতে এসেছে সে।

জাল ভোট দিতে এসে স্কুলছাত্র আটক হওয়ার সংবাদে ঘটনাস্থলে আসেন ওই ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার লুৎফুন্নাহার বেগম৷ পরে তিনি ওই স্কুলছাত্রকে তার কক্ষে নিয়ে যান৷

লুৎফুন্নাহার বেগম জানান, জাল ভোট দিতে আসা স্কুলছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর